বাবা বললেন, রোগটা যতদূর মনে হয় ভীষণ
ছোঁয়াচে কিন্তু কিছুতেই ধরতে পারছি না!


আসলে বাবা তেমন কিছুই জানেন না কিন্তু মা
কেমন করে আঁচ পেলো কে জানে!


মা বলল, বারোমাস ঐ করে বেড়ালে ফেল করতে
কোন কষ্ট হবে না। মেয়েটা একেবারে যা তা,
রাক্ষুসী একটা, ছেলেটা আমার শেষ হয়ে গেল!


নিষিপদ্মের কথা বলা-বারণ, আঙ্গুল অপমান বোঝে;
সুযোগ নষ্ট করতে নেই, নষ্ট করছি তোমাকে নিজেকে।