এতোদিন গেলো, মানতে পারিনি তবু
কেন তুচ্ছ কারণে জন্ম নিলো কাঁটাতার;
বাঙালি আমরা বাংলার ছেলে মেয়ে
আজও বুক ভেসে যায় দুই বাংলার।


সীমানা খেলছে খেলুক দেশ দ্বেষ খেলা
এপার ওপার, দুই হৃদয় জুড়ে দাও;
যতদূর জানি জলহাওয়া সব এক, তুমি
ভালোবাসা আমাকে বাংলায় শেখাও।


ধর্ম বুঝতে চাই না, মানুষ বুঝি শুধু
নদীবুক জুড়ে মেঘের কান্না ঋতুমুখ;
চেয়ে দ‍্যাখো শহর গঞ্জ বাজার হাট--
মন্দ-ভালো-ভাষা-ভূমি বাংলাই সুখ।


বাংলা স্বপ্ন, রোজ এক বাংলার স্বপ্ন
দেখি আমি, তবু ভোর আসে না আর;  
বাঙালি, আমরা বাংলার ছেলে মেয়ে
আজও বুক ভেসে যায় দুই বাংলার।