ঘুর্ণায়মান ঝুলন্ত পাখার নীচে শুয়ে তার অদৃশ্য ডানাগুলিকে আমি আমার মতো খুঁজতে খুঁজতে, বিছানা জুড়ে স্বপ্ন ছড়িয়ে পড়তে থাকে, রাত আরও রাত হয় শরীর--নোনামাটিতে মুখ গুঁজে পড়ে থাকি অথচ এতো হাওয়া, মনে হয় সামনেই সমুদ্র সামনেই তিনজলাভূমি, রমনী চেয়েছিল সুখ যাকে বলে, আমি ভাবি যোনী। রাস্তায় ঝুঁকেপড়া গাছ, রাত্রির সঙ্গে তখন খোলা মেঘ-বৃষ্টির আরাম-যৌনতায় নিমগ্ন।