শিক্ষিত হওয়া মানে বৈধ-অপরাধ/দুর্নীতি করতে শেখা,
প্রতিদিন দেখি নৈতিকতার পেটে পা তুলে দাঁড়িয়ে থাকা
অস্তিত্বের সংকট বিহীন সরাসরি মুখ চোখ।


মিছিলে হাঁটতে পারেন হাজার হাজার নাগরিক
কিছু যায় আসে না, প্রগতিশীল আমরা
ভুলে যেতে পেরেছি রোহিত ভেমুলাকে।


প্রতি মুহূর্তে ঘটনার জন্ম হচ্ছে কবিতার জন্ম হচ্ছে
এখনও অনেক হত্যা-আত্মহত্যা এবং পরবর্তী চিত্রনাট্য
দেখার জন্য আমাদের নিশ্চয় জেগে থাকতে হবে।


একজন দেশপ্রেমী হতে পারেন না বিফ থাকলে ফ্রিজে
প্রেম করবেন কিনা সেটাও রাষ্ট্র ঠিক করবে, এখানে
সব দরজা-জানালা বন্ধ, আমিও বন্ধ করেছি নিজেকে।


গায়ে বারুদের গন্ধ পাই রোজ, হয়ত
কোনদিন মাথাপিছু কফিন আসবে বাড়িতে।


বিঃদ্রঃ/উপদেশ: এখন নাটক চলিতেছে, ধৈর্য ধরে
                   দেখুন,অযথা বিরক্ত করিবেন না বা
                    উত্তেজিত হইবেন না।