এতোটা বিনয় কি ভালো? কিসের ভয় বা কোন চেতনায় মস্তিষ্ক হৃদয় থেকে সাপের জিবের মতো মুখের ভেতর দিয়ে বেরিয়ে আসে এই বিনয়বোধ? বিনয়ভাব (না ভান?) করে আর কতোটা উঁচুতে বসাতে চাও নিজের আরাধ্যকে? এতোটা উঁচুতে, যে নিজেই দেখতে পাবে-না আর? আরাধ্য, আদর্শ সব হাওয়া করে দেওয়া যাবে সময় সুযোগ মতো তাল খুঁজে? আরও বুঝিয়ে দেওয়া যাবে যে, আরাধ্য যেহেতু উচ্চস্থানে বিরাজমান, অনুগামীর অবস্থানও বেশ উঁচুতে রয়েছে।