১)
প্রভু চাষিদের পেটে লাথি মারলেও জন্ম নিয়েছে আউশ
ফসলের ক্ষেত যেন রঙ্গমঞ্চ, ঝড় তুলেছেন পিনা বাউশ।


২)
রেলিং ভেঙে হুড়মুড়িয়ে মেঘ ঢুকে পড়ে ঘরে,
মফসলে আজ তুমুল বৃষ্টি সারা দিনরাত ধরে।


৩)
কথায় কথায় বৃষ্টি আজকে সারারাত রাতের,
ঘরে ফেরাই ধর্ম, না ফিরলে তুমি কাফের।


৪)
পাতায় পাতায় বৃষ্টির ছাট, মেঘ কার্নিশ ছুঁয়ে যায়,
অভিমান মোছে রুমাল, চোখ ফের সেজে ওঠে আয়নায়।


৫)
এই আষাঢ়ে ভিজবো আবার দেখা হলে,
ভাসিয়ে দিও জমানো কথা তুমুল জলে।


৬)
কুয়াশার দেওয়ালে ছিল আমাদের সুখী নিরবতা,
বসন্তের খারাপ হাওয়ায় বেমানান তবু বহমান অযথা।