ইদানিং একটু বেপরোয়া হওয়ার চেষ্টা করছি, কিছুই নয় ঐ অকালপক্ক কিছু বই পড়ার ফল আরকি! সন্দেহ করছি যখন তখন ঐ কাঠামো করে লেখাগুলো আসলে কবিতা না অন‍্যকিছু। মাঝেমধ্যে বেরিয়ে পড়ছি এদিক ওদিক, বিড়ি সিগারেট--ঢুকুঢুকুও চালাচ্ছি এক-আধবার তবে সবসময় চোলাই নয়, লিভারটাওতো দেখতে হবে। আজ এক বন্ধু শুভ চাকুরী প্রাপ্তি উপলক্ষে 'পার্টি' দিচ্ছে--বড় একটা ভোজ হবে রাতে। তা আমাকে জিজ্ঞেস করল, 'বিয়ার না রাম না হুইস্কি না ওয়াইন?' পুরো মাল্টিপল চয়েস প্রশ্নের মতো চার-চারটা অপশন। বলতে যাব কোন একটা--ফোনটা উপযুক্ত/অনুপযুক্ত ভাবে কেটে গেল। তবে ক্ষতি বিশেষ কিছু নেই, যে কোন একটা হলেই চলবে আমার, আমি আবার এসব কেসে একটু লিবারেল কিনা। তা যা বলছিলাম কবিতা-মদ-সিগারেট-গল্প এরকম আমার মাঝে মাঝে হয়। সময় প্রচন্ডভাবে বেশি হয়ে যাচ্ছে। প্রেমে পড়ার চেষ্টা করেছি, করছি এখনও। কিন্তু চোখাচোখি হওয়ার পরই শেষ, আবার অন‍্য রাস্তা। আমার চোখ পর্যন্ত থমকানো প্রেম তাও আবার ওয়ান সাইডেড। যদিও থমকে থাকার ইচ্ছে ছিল না মোটেই, ইচ্ছে ছিল বহুদূর...কিন্তু উপায় কি, গল্প লেখার আগেই দেখি গরু গাছে উঠে যাচ্ছে।