তোমার পাপ বিছিয়ে দাও নিসাড় ভূত্বক চাদরে;
আমি যন্ত্রণাবিদ্ধ পায়ে তবু যাব--
মুখোমুখি হওয়া তোমার যুদ্ধ দেখা যেন
হারতে হারতে বিক্ষত ফেরার মতো
হেমন্ত-ঘাসে ফোঁটা ফোঁটা আবেগ ঘুমিয়ে অথবা
মনে হয় দোকান মুখে ঝুলিয়ে রাখা সহিংস মটন
তবু আমি যাব তোমার পাপ বিছিয়ে দাও
অনেকটা বয়ে গেছে জীবনের দাম, এমনভাবে
জড়িয়ে পড়েছি সাপের মতো তোমার মুখ
থেকে ফেরার রাস্তা ফুরিয়ে গেছে--
সে বিস্তার সময় বা দেশের কৌতূহলসম
আমি যেতে চাই গোপন সম্পর্ক সম্মুখে তোমার
চোখ দিয়ে বুঝতে চাই অশ্লীল সুখ কেমন--
মাংস-শরীরের দাম বেশি না স্খলিত মনের
যৌনতা প্রেমের চেয়ে নীরবে প্রাচীন
ভাবছো যখন আমাকে অশরীরী ভাবছো কেন?