লেখা বোধহয় যতরকম সম্ভব আত্ম-নাশকতা শব্দের


কিন্তু লেখা হওয়ার আগেই কাব‍্য বিখ্যাত হয়ে পড়ে, এই মর্মে আমি আত্মহত্যা বেছে নিয়েছি


আমি দুঃখ লিখি বারোমাস
স্বপ্ন মাড়াই গেরস্থালির পাশে


অনেক রাতে যারা কবিতা পড়তে জাগে না তারা সুস্থ,
তাদের আমি আততায়ী ভাবি


তেমন দুঃস্থ নই তবু দুঃখই লিখি মনে হয়--অর্থহীন বিষণ্ণতা অলস আবেশ


তবু কবিতার যা কাজ: কবিতা শব্দ উৎপাদন করবে


পরে তার মানে--


কবিতা না -তে সংক্ষিপ্ত হয়ে গেছে


শুধুমাত্র সেই ব্যর্থ মানুষের কথাই আমরা গিলি যে কবি