এমন নিকশ অন্ধকার বর্ষায় আমাকে আরও ভাবো আমি চাই, এভাবে আবছা মুখ আংশিক সম্ভব হলেও আপাত অসম্ভব হয়ে পড়ছে চেনা, এখন শীতশীত বিরক্তির বিস্তার আমি দেখছি মুখ থেকে ঘরে ঘর থেকে মুখে, বাইরে হাওয়ায় সময়-সময় কালে বজ্রের তুখোড় চিৎকার ব‍্যর্থ ঘুমিয়ে পড়ছে মাটির দেশে এমন নিকশ অন্ধকার বর্ষায়, আমি চাই আমাকে আরও ভাবো কিন্তু এভাবে আবছা মুখ আংশিক ভাবা গেলেও সময় নেই, ফুরিয়ে আসছে, সময়ের দাম নেই বলে বাজার উঠে গেছে সঙ্গের, এখন আমি দেখছি মুখ থেকে ঘরে ঘর থেকে মুখে আর্দ্র মধ‍্যস্থতায় বিরক্তির বিস্তার


পাখার নীচে বিছানা শুয়ে নির্জীব


আমার সময় মৃত‍্যুকামনায় চলমান মৈথুন ঈর্ষায়


যেভাবে যায় প্রায়
হৃদয় পরোপকারে গেছে আজও