আজও শুনি
মৃত‍্যুর হাহাকারে নিস্তব্ধ নগরীর
চোখের জলের শব্দ ।
আজও শেষ হয়নি
ধর্মে-ধর্মে,জাতিতে-জাতিতে বিদ্বেষ।
আজও শ্মশানের বাতাস কাঁচা কাঠের
ধোঁয়ায় ভরা,
আজও কবরের মাটিতে আঁশটে গন্ধ মাখা ।
আজও উড়ছে রক্তে সিক্ত ধর্মের ধ্বজা ।


একে তো আর ধর্ম বলা যায় না
এ হলো মানুষের হাতের হিংস্র খড়্গ
ধর্মান্ধতার প্রলেপ এখনও
যাতে মরচে লাগতে দেয়নি ।


                  --------------