চাঁদপুর আমার প্রিয় ভূমি দাওয়াত বন্দু
আসার
আসলে বন্দু দেখবে তুমি অপরূপ "চাঁদপুর "
আমার চাঁদপুরের গুনের কথা কেমনে
তোমায় বলি
জন্মেছেন সেথায় অসংখ জ্ঞানী-
গুণী।
আসলে সেথায় দেখবে তুমি জুড়িয়ে
যাবে প্রাণ।
এই চাঁদপুরের বড় স্টিসনে নদীর তীরে
সাজানো বাগান।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চাঁদপুর তাকি
জান না!
অপরুপে রূপধারায় বিধাতার গড়া।
দেশের সেরা জলধারা আছে চাঁদপুর
ঠোডা
দেখবে সেথায় খেলা করে পদ্মা
মেঘনা ডাকাতিয়া।
আরো দেখবে বন্দু তুমি ঢেউয়ে ঢেউয়ে
খেলা
মেঘনায় এসে সাঁতার দিয়ে কাটিয়ে
দেবে বেলা।
পানকুড়িরা লাফিয়ে পড়ে দেখবে
তিলিছমাত
স্টিমারের হুইশেল শুনে হারিয়ে
যাবে জগত।
দেশের সেরা আছে মাছ, নাম তার
রূপালী ইলিশ
দেশ-বিদেশে পরিচয় আছে চাঁদপুরের
ইলিশ।
চাঁদের দেশে পাড়ি দিতে চাও কী
বন্দু তুমি?
এসো বন্দু একটি বার এই ছোট্র অপরুপ
মাটি।
কিছুটা ক্ষুদা মিটাতে আহ্বান করি
তোমায়
মনে যতো স্বপ্ন ক্ষুদা চাঁদে যাবার।
ধন্য আমি চির কৃতজ্ঞ জন্মেছি এই
জেলাতে
হে ধরনী তুমি দিয়েছো সবই কিছুই আপূর্ন
রাখনি।
বেঁচে আছি ধরনীতলে ছোট এই সহরে
মরেও যেন থাকতে পারি অপরুপ
ভূমিগর্ভেই।