মা গো তোমার মুখটা আজ আর
ভালো মনে করতে পারি না,
৪৫ বছর আমি
মা বলে ডাকি না।
বাবা ও বাবা তুমি কি
আজো বেচে আছো
আমার কথা কি তোমার মনে পড়ে,
তুমি কি হাজারো মুখের ভিরে
আমাকে খোজো,
আজো আমি পথে পথে
খুজে ফিরি তোমারে,
এক বার যদি পেতাম ফিরে
আহারে ও বাবা তোমারে।
মা বুঝি চুপি চুপি
কোনায় বসে কাদে,
পাছে তুমি দেখে ফেলো
কতো ব্যাথাই না পাবে।
আমার বোনটা তুলতুলে
গাল ধরে নাম দিয়েছিলাম তুলি,
আজো মনে আছে
কি ভাবে বলো ভুলি।
শুধু ভুলে গেছি ঠিকানা
ভালো করে মনে করতে পারিনা,
গন্জের হাটে ঐ আসছে শুনে
যার হাত ধরে দৌড় দিয়েছিলাম
পরে দেখি সে তুমি না।
চারি দিকে রক্ত আর রক্ত
লাশ আর লাশ।
পেলাম স্বাধীনতা হারালাম
পরিবার বাবা, মা,
আজ আর নাই জানা
কোথায় আমার ঠিকানা।
স্বাধীনতা আমার কাছে
করুন আর্তনাত
বুক ভরা ব্যাথার পাহার,
হৃদয় জুড়ে কান্না
আর শুধুই হাহাকার,
ধিক্কার তোদের ধিক্কার
ছিঃ ছিঃ ছিঃ
মানুষ না তোরা জানোয়ার।