ভালো বেসে যদি চলেই যাবে
কেন বলো,ভালো বেসেছিলে,
ভালো বেসে , যদি চলেই যাবে
কেন বলো, প্রেম শেখলে।
দুচোখে কেন স্বপ্ন দিলে
যদিতা ভেঙ্গেই দেবে।
তুমি আর আমি নির্জন নিরালায়
তোমার বুকে রেখে মাথা,
শোনাবে রবি ঠাকুরের
শেষের কবিতা,
কেন বলো দিয়ে ছিলে
এই কথা।
চোখে যদি দেবে জল
বুকে দেবে ব্যাথা,
ভালো বাসি,ভালো বাসি
কেন বলেছিলে এই কথা।
যদি চলেই যাবে
তাহলে কেন বসে রমনার বকুল তলে,
চোখে চোখ,হাতে রেখে হাত
আমার কপালে ভালো বাসার
চুম একেছিলে।
কেন কাল বৈশাখীর
তুমুল ঝড়ে,
আকরে ধরেছিলে
তোমারি বাহু ডোরে,
এতো ভালো বেসে
একা আমায় ফেলে,
কেন বলো কেন?
চলে গেলে।