আমরা টোকাই হগ্গলে কয়
টুকাইয়া টুকাইয়া খাই,
কতাডা তো মিছা না
কেমনে মিছা কই।
সকাল বেলা মায়ের ডাকে
হগ্গলের ঘুম ভাংগে,
আমরা উডি বিয়ান রাইতে
যহন টোকাই মাইয়া
খিদার জালায় কান্দে।
এই দুনিয়াই আমগো নাই
মা বাপ আর ভাই,
পথে পথে ঘুইরা বেরাই
আমরা ও ভাই তাই।
এই পৃথিবী আমগো কেন
কইরা রাখছে ধারন,
শত ভাইবা পাইনা খুইজা
এই কথাডার কারন।
আমগো জন্য লেহাপরা
এক্কে বারে মানা,
কেন যে মানা এই কথাডা
আমগো নাই যানা।
সারা দিন না খাইয়া
যদি একটা টেকা চাই,
আমরা তহন বড় লোকের
গলা ধাক্কা খাই।
দুঃখে দুঃখে এই জীবনডা
হইয়া গেছে ভার,
দঃখ ছারা এই জীবনে
কি বা পাইলাম আর।