ভালোবাসা; আচ্ছা তুমি বলতো কোথায় থাকো?
হে নিশী ইন্দু; তুমি কি ভালোবাসাকে আকড়ে রাখো?
ভালোবাসা; তুমি বলনা আছো কই?
দিবানিশি যে, তোমারই প্রতিক্ষায় রই!


তুমি কি আছো কোন এক বট মূলে বসে?
তরুণ-তরুণীর পিঠে পিঠ খানি ঘসে!
কিংবা কোন রেস্টুরেন্টের এক কোনে,
অর্থ পিয়াসী কোন এক রমণীর সনে?


তুমি কি বন্দি কোন; রঙিন ইটের জালে?
নরম সোফার আয়েশ এর আড়ালে।


তোমায় কেন পাই না; ওই ভিখারির থালায়?
ডাস্টবিনে যে; খাবার কুড়ায় দারুণ খিদের জ্বালায়!


পাইনা কেন; তোমায় ওই রিকশা ওয়ালার চাকায়?
সারাটা দিন ঘাম বেচে যে অল্প কিছু টাকায়।


নাই কেন তুমি ওই যে শিশুর; নোংরা আদল গায়ে?
ফুল ওয়ালী ঐ কিশোরীটার ঐযে খালি পায়ে।


নেই কেন হায় মসজিদে আর কেন নয় মন্দিরে?
হিন্দু-মুসলিম ভাইয়ে ভাই মোরা একই ছোট্ট নীড়ে।


একই জাতী একই গোত্রে এতো বিভক্তি কেন?
কুরু-ক্ষেত্র কিংবা এযে কারবালা মাঠ যেন!


এসো এসো ভালোবাাসা তুমি এসো যথা স্থানে।
এবার তুমি পূর্ণ কর তোমার আসল মানে।
এসো যথা স্থানে...