তুমি ছিলে তোমার মতন
আমরা পারিনি মানতে
মনের মধ্যে কি লুকিয়ে
দিই নি তোমায় জানতে
আমরা পাষাণ আমরা কঠোর
আমরা সর্বসেরা
তুমি থাকো তোমার মধ্যে
জীবনটা অঘটনে ঘেরা
তুমি বলতে তুমি হাসতে
তুমি খালি আমাদের কথায় ভাবতে
যখন সময় থাকতো প্রতিকুল
আমাদের হয় তোমারই প্রয়োজন
করতে পরিস্থিতি অনুকুল
তুমিই তো করেছো সব আয়োজন
আমরা জানি আমরা মানি
কি দিয়েছ আমাদের তুমি
আজ যেখানে আমরা দারিয়ে
পেয়েছি পায়ের তলে জমি
তুমি মা তুমি মেয়ে তুমি স্ত্রী তুমি বোন আর তুমিই সকল নারী
আর আমরা সে আর কি মুখে বলি
দুর্ভাগ্যে আমরা সেই জাতেই পরি
যারা লুটছে তোমার বাড়ি
তুমি নির্মল তুমি নিস্পাপ
আজ পায়ের নিচে পরে
মাথাই তুলে রাখার ছিল
ছুঁড়ে ফেলেছি অসন্মান করে
গর্ব হয় তোমায় করি পালন
আসলে ভুলে গিয়েছি তুমিই তো মোদের করেছো ধারন
তুমি শক্তি তুমি আলো
এবার বুকের আগুন জ্বালো
তুমি যখন জন্ম দিয়েছ
মৃত্যু দিতেও পারো  
অনেক আঘাত সহ্য করেছো
এবার চুপ থাকাটা ছাড়ো
তুমিই দুর্গা তুমিই কালী
বোঝো নারী শক্তির মানে
দিচ্ছে উলু শঙ্খ ধ্বনি
হে মা জাগো আগমনীর গানে।।