হ্যাঁ আমি পাগল
এই ষড়যন্ত্রের গোলকধাঁধায় যখন সবাই
খালি নিজের বোঝে নিজের করে আর নিজের ভাবে
তখন আমি কিনা নিজেকে ভুলিয়ে
খালি সবার কথা ভাবছি
তো আমি কিভাবেই বা সুস্থ মস্তিষ্কের হবো বলো?
আমিতো আস্ত একটা পাগল


এখানে সবাই ছুটছে টাকার পেছনে
সময় তো ওদের নেই বললেই চলে
আর আমার অফুরন্ত সময়
বুঝে পায়না কার ঘড়ে আগে যাবো?
বুরিপিসী সোনামাসী না কানাইয়ের ঠাকুমা
আসলে ওই একলা সংসারে
এই বয়সে কিভাবেই বা ওরা পেরে উঠবে বলো
ওদের আত্মীয়স্বজনরা তো সব সুস্থ মস্তিষ্কের
তাই টাকায় মনঃসংযোগ করতে গিয়ে
নিজের মানুষগুলোকেই ওরা ত্যাগ করেছে
জানিনা একে ত্যাগ বলা যায় কিনা?
হয়তো আপনাদের ভাষায় যায়
আর আমার ভাষায় যায়না বলেই কিনা
আমিই পাগল


আপনারা সব ভূরি ভূরি টাকা কামাচ্ছেন
আর তাতেও আপনাদের পেট ভরেনা
তায়তো দিনরাত ক্ষিদের জ্বালায় কাঁদছেন
আর আমি যাদের মধ্যে বাঁচি
কিছু সাহায্য করে দেখি তাদের মুখে হাসি
তা দেখে তো আমিও হাসছি
সেজন্নেই তো আমি পাগল


যদি টাকা মানুষকে সুখ না দিতে পারে
তার কিই বা লাভ
আর কিছু মানুষকে সাহায্য করে
যদি আমি নিখাদ হাসি
তো আপনারাই বিচার করুন সুখী কে?


আপনারা বড়লোক হয়ে দুঃখ পান
আর আমি নাহয় গরীব থেকেই সুখী হই
একদম ঠিক আমিই তো পাগল
তবে কিনা পাগল থেকেই বাঁচতে চাই ।।