অন্তরা তুমি ফিরে যাও
ফিরে যাও, আর এসো না আমার পিছু
বুঝিনা কি-যে চাও
কি চাও ? নেই তো আমার কিছু;
আমি হীন আমি দীন, পথের এক নিঃস্ব পথিক
ভাগ্য বিড়ম্বিত, তাই ভাগ্য আমারে দিয়েছে ধিক
ধন, মান কিছু নেই, ভালোবাসা তা-ও
সিক্ত নয়নে কেন বারে বারে চাও ?
তুমি ফিরে যাও
হৃদয় জমুনায় যেথা ভেসে চলে নীল নাও
আগ্রার তাজমহল সেথা কি করে গড়তে চাও ?
তুমি ফিরে যাও