পড়ে মনে?
সেই যে কবে পাতাঝরা দিনে
কোন এক বিষণ্ণ বিকেলে আমাদের প্রথম দেখা !
তোমার দুই হাত ভরা লাল নীল চুড়ি
কাঁচের চুড়ি ঝন ঝন
আর আমার রাঙ্গে মন ।
পদ্মপাতায় জল টলমল চোখ দুই চোখ
যেন আয়না মহল ।
নয় কোন ভাষা বিনিময়
ভাঙা হাসি আঁধখানি বাঁকা চাঁদ আর কিছু নয়
কাঁপে আমার থৈ থৈ পরাণ
বুঝি তোমার অন্তর অথৈই ।
পৃথিবীর ঘুর্ণন বাড়ে, বাড়ে কম্পন ।
আরেক বসন্ত আসে পাতা ঝরা দিন
এতদিনে বুঝি হৃদয়ে হয়েছে ঠাঁই তরী বাই ।
তারপর সময় হয়েছে কাল  বিষণ্ণ বিকাল
আঁড়িয়ালখার পথ গেছে বেঁকে একূল ভেঙ্গে ভেঙ্গে
ওকূলে উঠেছে ঘর নতুন সংসার ।