লাভ ও লোভের উলঙ্গিনী নিয়ন বাতি,
কোথাও তুই লালসার আরতি,
কোথাও বা জীবিকার বাতি।
নিয়নের আলোয় টিএসসির মোড়ে কপোতিক ভালবাসা,
উম্মুক্ত উদ্যানে নিয়ন আবার
কামুক জানোয়ারের আদিম লালসা।
নিয়ন রাতে পাঁচ তারা হোটেলে অভিজাত ক্লাবে
হুইস্কি বিয়ারে আভিজাত্যের উৎপাত,
মার্সেডিস পাজেরুর কালো কাঁচের ভেতর
নিয়নিক জল্লাদ।
এ যেন নিয়ন নিয়ে খেলা
এ যেন রাক্ষুসের রস মেলা।
কেউ শরীর বেচেঁ ভাত কেনে
কেউ ভাতের দামে শরীর কেনে।
হায় নিয়ন বহুরুপী নিয়ন,
কোথাও তুই কামনার উম্মাদন
কোথাও তুই জীবিকার ডাক পিয়ন,
কোথাও লালসার আরতি
কোথাও জীবিকার বাতি।