অস্থিরতাকে আমি বিরহী সময় বলি,
আর দূরত্বকে মাপি কল্পনার স্কেলে,
এত কেন একা লাগে?
২কোটি মানুষের কোলাহল,
লাখ লাখ ভেঁপু হর্ন,
দেশি-বিদেশি সুর ঝংকার
সব যেন বিষাক্ত লোবান।
সুখ-দেবী তুমি অধরা অস্পর্শী
আর আমার তৃষ্ণাতুর কামনা।
দুচোখে আগুন বৃষ্টি
আর নিরর্থক হা হাপিত্যেশ।
আর কত!!!
যান্ত্রিকতা আমাকে মুক্তি দে
আমি মন ভিজিয়ে স্বচ্ছজল ছোঁবো
আমি নীল আকাশের শঙ্খচিল হবো।