প্রতিটি মূহুর্ত নব্যজাত অনুভূতির,
আর প্রতিটি কল্পনা অব্যক্ত আলিঙ্গনের,
এসো কল্পনার ক্যানভাসে
ভাঙ্গি বাহ্যিক দূরত্বের কারফিউ।
এসো প্রিয়তমা
দূরত্ব ভেঙ্গে হৃদয়ে জাগাই
রোমাঞ্চের জাগরন মঞ্চ।
এসো কল্পরথের সুখের পালকিতে
দূরত্ব ভেঙ্গে অনেক কাছাকাছি,
ওষ্ঠপুটে আবেগী কম্পন
আর ভ্রু সংকেতে নৈকট্যের সম্মতি।
এসো জোড় বাঁধি,
হোক অনবদ্য আলিঙ্গন,
এসো জেগে উঠি
রোমাঞ্চের চাষবাস মিলন মিথুন।
অভিসারে আজ সুখের সানাই বাজুক
দুটি হৃদয় মাটির জলে ভিজুক,
মৃত্তিকা তুমি আমি বুনো চাষী
নাগরিক ব্যস্ততার নিয়নে চলো
রাত্রিক আবেগে দেই ডুব।
সে কি, তবু তুমি নিশ্চুপ!