এক নদী,
নামটি তার আজো অজানা,
সীমানাহীন দেহের গঠন তার
কোথায় যে শেষ  তার ঠিকানা
নিজেই সে তা জানেনা।


এঁকে বেঁকে পথচলা তার
অদ্ভুত তার গড়ন,
অসাধারণ রুপ বৈচিত্র্য তার
চাইলেও যায়না তা পঠন।


একাই পথচলা তার
চায়না সে কোন সঙ্গী
চলতে চায় সে সীমাহীন পথ
অদ্ভুতুড়ে তার অঙ্গ ভঙ্গি।