পৃথিবীর কুহকজালে নিজেদের রৌদ্র জলে জড়িয়ে
অকাতরে গেয়ে যায় পাখিরা এখানে,
তারপর বুকে সুবর্ণ আকাশ ডুবিয়ে
নীল নীল তরঙ্গ ফুলিয়ে
ধীরে ধীরে বেজে উঠে ভীষণ সুরেলা
একটি দূর নিরাকার আলোর পিয়ানো।

এইসব গান আমি এক নিস্তব্ধ কাক হয়ে শুনি
এক নাগরিক পরিব্রাজক প্রহরী দাঁড়কাক!
আমরণ একগোছা রঙিন কচুরিপানা হয়েই
ভেসে রইবে আমার এই একান্ত নদীতে তুমি।

•|২৬মাঘ ১৪২৭|•
ফিশারীঘাট, রাঙামাটি.