কোনোদিন প্রাক্তন কোনো অকস্মাৎ মৃত্যুর
স্মৃতিচারণে:


যদি আবার সেই নিঃসঙ্গ নির্লিপ্ত মাঠে
তৃষার্ত দাঁড়কাকের মতো আছড়ে পড়ি?
আমায় দয়া করে আর বাঁচাতে এসো নাহ।


আমার চাইনা কারো অবাঞ্ছিত সান্ত্বনা
চাইনা তোমার মিথ্যা চিত্রপটে
নিপুণচিত্তে অভিনীত নান্দনিক বন্দনা।
একচিলতে ভালোবাসার অনর্গল খোঁজে
বারবার মৃত্যুর গন্ধ নাকে মুখে মেখে আমি
বর্ষার ঘোর মেঘে ভাঙনের নিনাদ রটিয়ে
নোনতা বৃষ্টি হয়ে শুধু অঝোরে ঝরতে চাই!


বাদলদিনের দাঁড়কাকের মতো
নিশ্চুপে কেবল ভিজতে চাই
আমায় বাঁধা দিতে এসো না আর।


একান্তে যদি ইচ্ছে জাগে...
ঝড়ো হাওয়াকে তবে উপমান ক'রে
পুরনো ঠিকানায় মৃত ডাকবাক্সে
একখানা কবিতা পাঠিয়ে দিও।
আমি সযত্নে বুকে আগলে রাখবো
আমায় তবু পুনর্বার ছুঁতে এসো না,
"হয়তো এ'বার মরিলে ফিরিবো না কভু আর!"