রক্তশূন্য বিষ-মাখা এই নিহত নীল কপালটাতেই
উপর্যুপরি ভুল ক'রে হুল ফুটিয়ে মারা পড়ে—কল্পনার
ক্ষুধার্ত সব স্বপ্ন-বাহী সদ্যোজাত মশাগুলো হায়!


এরপর টুকরো কাচ সদৃশ নবজাত ডানা সমেত
নিথর জ'মে প'চে তাঁরা কভু গান কভু পাথর বনে যায়;
অনাবৃত হৃদয়ের সেই প্রণয় ভাগাড়ে যেথা মৃত্যু গোঙায়।