ফসিলের ন্যায় পাথুরে এথা পিচ ঠাসা
হাজারো দীর্ঘ কলোধুলো চুল;পৃথিবীর
বক্ষোজবৃন্ত সমূহ আধেক আচ্ছাদিত
ক'রে অকপটে বয়ে নিয়ে চলে নশ্বর।
সমুদয় সীমা থেকে সীমানা অবধি
অদ্যাবধি আঁধারিয়া কতো বিষাদি বীণা!


যেরূপ তাঁদের গায়ে ফয়েলের ন্যায়
ফিনফিনে ঠা মধ্যাহ্নের বিশুদ্ধ সোনালী
হলুদ লেগে আছে অতি সন্তর্পণে সতত?
সেরূপ তোমার আমিতে আমি বিধে আছি
তুমিতে। তবু শূন্যস্থানে শুধুই শূন্যতা
রয়; শূন্যের ফেরি ভাসে প্রীতির পাথারে।