হে প্রেয়সী ..
হে নীলাভ হরিৎ-শশী;
আমিই তোমার একান্ত অভিলাষী।


পৃথিবীর সমস্ত দায় থেকে নিষ্কৃতি পেলেই
রাত্রিবেলার এই মসলিন আকাশে;
চুমকির মতো হাজার কোটি নক্ষত্র গেঁথে গেঁথে;
আমি তোমার জৌলুসে ভরপুর
সেই সম্পূর্ণ সৌম্যমূর্তিটা আঁকি,
যে রূপ তুমি দেখিয়েছিলে কেবল আমাকে।


সমুদ্র-শরীর হতে শেষে ভোরের বাজারে
তুমিময় ঐ ক্যানভাসটার প্রতিচ্ছবি
চড়া দামে কিনে নেয় দিনপতি।
তারপর সে ‘ দাম ' নামের ঘামটুকু দিয়ে
নিদারুণ দুঃখের খাজনা চুকিয়েই তবে
আমি পরিমল তোমাতে আচ্ছাদিত হই।