অদ্ভূত চিৎকার


দুমুখো সাপ,
           তিন সারি প্যাঁচ ।
একটু অদ্ভূত
         চলার শব্দে ,
        ঘুমিয়ে পড়ে চুপিসারে ,
বোকাদের আশেপাশে।
করতালে বিভোর শব্দে
               বোকাদের আঙিনায় ।
এরপর,
চাল দিয়ে খই ফোটায়,
               আদৌ আদৌ চিৎকারে
রাতের আকাশে ঘুড়ি উড়ায়।
                মিঠি মিঠি হাসিতে
বজ্রপাতে চুল শুকায়।
              সিন্ধুকে গরু রেখে
বাছুর থেকে দুধ দোহে।
            মস্তবড় মাথা থেকে
চুলের  মতো তারা ছিঁড়ে ।
            মোহর সব গুছিয়ে নিয়ে
রাতভর ব্যাঙ ডাকায়।
                              তারপর !!
বোকাদের সুরেলা কণ্ঠের ছন্দে ,
                           সজীবতা গান শোনায়।
বোকার দল,
           হায়!! হায়!! বলে অদ্ভূত চিল্লানিতে ,
'মেলা গো মেলা' খেলে।
                         তারপর!!!
ধূর!!
পীড়া পেয়েছি, অর্থ হারিয়েছি,
                      তো কি হয়েছে এয়্যঁ !!
বেঁচে তো আছি।
         বেঁচে থাকলে কতো কি আসবে !!
আমি কিচ্ছু করবো না ,
                  সব ঈশ্বরের উপর ছেড়ে দিলাম।
কয়েক বছর পর,
ঈশ !! কি বোকাই না ছিলাম তখন !!
                           একটু যদি চালাক হতাম !!
       JOY
4 february 2021