লাজুক পত্র


শুনছো !!!
তোমার সাথে হয়তো ,
          শেষ বিকেলের গল্প টা লিখা হলো না।
এক কাপ চা হাতে তোমার দিকে তাকিয়ে ,
           মুচকি হাসিটা দেওয়া হলো না।
তোমার হাসিমাখা মুখখানা দেখার জন্য ,
            বানিয়ে বানিয়ে গল্পটা বলা হলো না।


জানো!!
তোমার ওই টানা হাতের লিখাগুলো আমার খুব প্রিয়।
                      শিখার খুব ইচ্ছা থাকলেও পারলাম কই !!  


সত্যি বলতে ,
তোমার সুরেলা কণ্ঠের একটা গান শোনার খুব ইচ্ছে ছিলো।
                                        কিন্তু সাহস হলো কই !!!
            খুব বেশি লাজুক স্বভাবের আস্ত একটা গাধা আমি।
ইচ্ছাটা মনের গহীনেই রইয়ে গেলো।


আরও একটা ইচ্ছা ছিলো জানো !!
                    দোলে একটু রঙ খেলার।
কিন্তু এই ও পারলাম কই!!
       এই সামান্য বিষয়টাও আমার কাছে বিশেষ কিছু।
লাজুক স্বভাবের ছেলে তো!!


সত্যি বলছি!!!
তোমাদের ওই রাস্তা দিয়ে আমি এখনও হাঁটি
                             তোমাকে একটু দেখার আশায়।
কিন্তু দেখা পাই না তো!!
              মনে হয় আমি বটগাছের ছায়াতলে জন্মানো সেই ছোট বৃক্ষটি,    
     তাইতো সুর্যের আলো আমার কাছে দুষ্কর ।


সত্যি বলছি!!!!
কখন যে মনের অন্তরালে মস্তিষ্ক তোমাকে রায় দিয়েছে ,
            বুঝিই নি।
এখন তোমার সামনে নেই বলেই বলছি,
                 ভালোবাসি , খুব ভালোবাসি তোমায় ।
আমাদের আর কখনো দেখা হবে কিনা জানিনা।
                কিন্তু আমার গল্পে তোমার সুন্দর চাহনিটা সবসময় থাকবে।


জানো ??
তুমি আমার কাছে প্রতি সকালের ভোরের টুথপেষ্ট অপেক্ষা অধিক প্রিয়ো ।
সত্যি বলছি,
তোমার মিষ্টি কণ্ঠস্বরটা কখন বাজবে আমার কানে,
                                      সেই অপেক্ষায় আছি।


কিন্তু মনে রেখো,
আমি নিজের থেকে কিছুই বলছি না।
লাজুকতা বজায় রাখতে হবে যে !!!
নাহলে,
লজ্জাবতী আমার উপর অভিমান করবে।
এসব কথা তো তোমায় কখনো বলা হবে না !!!
তাই ,এসব একটা লাজুক পত্র হয়ে বেঁচে থাকুক না ,
আমার লিখাতে।


        JOY