ভাইয়ের স্থান সর্বদাই
ভালোবাসা আর মধুরতার,
বড় হোক বা ছোট, বোনের কাছে
সম্পর্কটির আসল পরিচয় স্নেহ-মমতার।


হামাগুড়ি দিয়ে হাঁটতে শিখছিলে
এইতো সেদিনকার কথা,
আধো আধো বুলিতে সবার নজর কাড়ছিলে
সবই আছে এখনো মনে গাঁথা।


চোখের পলকে আজ কতো বড় হয়েছো!
স্বভাবতই সরল,কথাগুলো বেজায় বোকা,
শান্ত ভাবটা ছোট থেকেই তোমার
সাবধান ভাই!কেউ যেন দিতে না পারে ধোকা।


তোমার সাথে দ্বন্দ্বটা আমার হয়নি বললেই চলে
শাসন বারন টা বেশিই হতো,
ঝগড়াঝাটি, খুনসুটি সব মিস করে গেলাম
তোমার অগ্রাধিকার পাওয়াটাই আমার মনকে প্রাধান্য দিতো।


মায়ের তুমি একমাত্র সম্বল
দুই বোনের স্বস্তির নিঃশ্বাস,
তোমার অস্তিত্ব আমার কাছে শান্তির দূত,
তুমিই আমাদের সুখে থাকার আশ্বাস।


তুমি মায়ের সুখের যাদুকাঠি
আমাদের হাসির উৎস,
অনেক পুণ্যে হয়তো পেয়েছি তোমায়
তোমায় ছাড়া একমুহূর্ত জীবন যেন হয় বীভৎস।


মায়ের বুক জুড়ে থাকো,শত বছরের দীর্ঘায়ু যেন হয়,
প্রান ভরে কৃষ্ণের কাছে করি প্রার্থনা,
কৃষ্ণভাবনাময় হয়ে সদা করো হরি স্মরণ।
ভগবান যেন আমায় দেয় তোমার সকল দুঃখ-যাতনা।