ছোটো বেলার যত বন্ধু মহল,
তাদের সনে আত্মিক সম্পর্ক থাকুক অটল।
বন্ধুর ছোঁয়া পায় নি যে জন,
আমি বলি তার সত্যি বিফল জীবন।


হবে এমন কেউ বন্ধু আমার?
যার সাথে পারি করতে সব শেয়ার!!
মনে রাখবে না কোনো মন্দ,
কথা দিচ্ছি করবোনা কোনো দ্বন্দ।


চোখ বন্ধ করে করতে পারি যাকে বিশ্বাস,
সুখে দুঃখে ছাড়বে না যে আমার পাশ।
স্বার্থের লেশ না রেখে হবে সুহৃদ বন্ধু,
যাকে সাথে করে পাড়ি দিতে পারি এই ভব সিন্ধু।


ছিলো আমার বন্ধু অনেক,
পিছু লাথি দিলো তারা কতো শতেক।
তোদের কতো ভেবেছি নিজের,
হাসির পাত্র বানালি আপন করতে পারিস নি তোদের।


সম্পর্ক রাখতে কতো করেছি আমি অনুরোধ,
ততবার তোরা ঠেলে দিলি আমায় ভেবেছিস আমি অবোধ।
এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো,
দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়ালই শ্রেয়।