চারিদিকে অত্যাচার, অনাচার,ক্রোধ, অহংকার,
শাসন -শোষণ, হিংসা-নিন্দা চলছে শুধু ব্যাভিচার।


কোথাও নেই দুদন্ড শান্তি কোথাও নেই স্বস্তির নিঃশ্বাস,
সবাই মেতেছে কি করে করবে একে অন্যের সর্বনাশ।


সম্পর্কগুলোতে নেই ভালোবাসার ছিটেফোঁটা,
সবাই স্বার্থের লোভে হচ্ছে নিজেদের পথের কাঁটা।


কিসের এত রাগ বিদ্বেষ, কিসের এত অভিমান?
সামনে বলে মিটিয়ে নিলেই কি হয় না সমাধান?


আমিও নই ধোয়া তুলসী, দোষেগুনেই মানুষ,
উপরওয়ালা বিচার করবেই, খায় না কারো ঘুস।


কার লাগি করবো লড়াই, কারে করি বিশ্বাস?
দিনশেষে সবাই কেটে পরে,দেয় না পাশে থাকার আশ্বাস।


চারদিক ঢেকে আছে যেনো মুখ গোমড়া ভাবে,
কারো কাছেই নেই সঠিক সান্ত্বনা উত্তর এই ভাব কি উপায়ে যাবে?


সবকিছুই বিষাদে বিষাক্ত একমুহূর্ত শান্তি নাই,
স্বস্তির নিঃশ্বাস নেবো উপায় নেই ধুত্তুরি ছাই।