এ পৃথিবী স্নেহ, মমতায় ভরা
ভালোবাসা দিয়ে তৈরি এক ঘর,
এখানে সবাই সবার আপন
আবার সবাই সবারই পর।


মনের মিল থাকলেই
ঘর বাঁধাটা সোজা,
অভিনয় দিয়ে গড়া ঘরে
স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের বোঝা।


পরস্ত্রী লাগি নিজস্ত্রীরে
করে যে বহিস্কার,
কি করে ভাবে সে
পাবে সেরা স্বামীর পুরস্কার?


যার সাথে যার অন্তর্মিল  
তার খোঁজই কেবল লয়,
যার তরে নাই ভালোবাসার স্পন্দন
তার কথা কে কয়!


যতোই করো গুনগান
যতোই করো উপকার,
তোমার লাগি যার প্রান না কাঁদে
সবকিছুই সে করবে অস্বীকার।


জোর করে আপন করতেই পারো
তবে আপন হওয়া দুষ্কর,
যার সাথে থাকে ভালোবাসার বাঁধন
ছেঁড়া বড়ই কঠিনতর।