সবাই বলে কিপটে তাই
খোঁজ খবর কারো রাখিনা,
আসলে কি বলুন তো
খরচাটা আমার পোষায় না।


সবাই বলে কিপটে নাকি
সাজগোজ কেন করিস না?
আমি বলি কি, কি হবে এত সেজে?
খরচাটা আমার ঠিক পোষায় না।


সবাই বলছে বড্ড রোগা লাগছে
খাওয়া দাওয়া কি করিস না?
আরে বাবা খাওয়ার পেছনে এত টাকা দিয়ে কি লাভ?
এত খরচা আমার পোষায় না।


সবাই বলে বরের এত কম আয় কেন?
অন্য কোথাও পোষ্টিং কি পায় না?
আয় করে কি হবে ব্যয় ও তো বেশিই হবে
অত খরচা আমার একদম পোষায় না।


সবাই বলছে চল কোথাও যাই
ঘোরাঘুরিটা কেন করিস না?
ঘুরতে গেলে গাড়িভাড়া,খাওয়া খরচ কি করে সহ্য করি?
এত খরচা যে আমার পোষায় না।


বর বলছে দালান একটা গড়েই ফেলি
শুনে বললাম এসব বিলাসিতা একদম কোরো না,
সব কিছুর যা দাম বেড়েছে, ভুমিকম্পে যদি ভেঙ্গে পড়ে?
এত খরচা আমার পোষায় না।


হঠাৎ একদিন গয়না চুরি, মোবাইলটা ও নেই
হায় কপাল! কে করলো এই কাজখানা?
কলজে কেপে, হার্টঅ্যাটাক হচ্ছিলো
এত খরচা যে আমার একদমই পোষায় না।