যতদিন এ দেহে
রহিবে তব প্রান,
ততদিন কর্ম করিতে
হইবে আগুয়ান।


আহার যোগাতে হয়
কর্মের প্রয়োজন,
সকল বাসনা পুরাতে
কর্ম করিবে বিচক্ষন।


ক্ষনকালের তরে কেহ
কর্ম ত্যাগ করিতে নাহি পারে,
নৈষ্কর্ম কে কোথা রবে
এই ভবনী মাঝারে।


নিশ্বাস থাকিতে করিতেই হবে কর্ম
কর্মই সকল ধর্মের মূল,
কর্ম করিতে ব্যর্থ হইলে
হইবে সবার চক্ষুশূল।


পিতা-মাতা আর সন্তানাদি কেউ
যদি থাকে ঘরে হয়ে কর্মহীন,
সবে তাহারে দেয় ধিক্কার
অবমাননা সহ করে ভালোবাসাহীন।


কর্ম করিতে পারিলেই
হইবে সবার নিকট প্রিয়,
যেদিন হইতে ব্যর্থ হবে
সেদিন হইতে পাবে নিন্দা আর সমালোচনা অসহনীয়।