ওহে আমার প্রভু
তুমি মোর পালনকর্তা,
তুমিই সৃজিছ মোরে
তুমিই মোর সংহারকর্তা।


ওহে আমার কৃষ্ণ
তোমারে মেনেছি আমি সখা।
সখী রুপে রেখো এই বাঞ্চা মোর
স্বপনে হলেও সখা দিও একবার দেখা।


আমি অধম,দুরাচারীনী
করেছি জেনে না জেনে হাজারো পাপ।
হিংসা, নিন্দা, অহংকারে জর্জরিত হিয়া
হয়তো পেয়েছি কতো'না অভিশাপ।


তবু এই তুচ্ছ আত্মা
যেতে চায় গোলকবৃন্দাবনে,
নিষ্ঠা আর যত্নশীল হয়ে করিনাতো জপ,
করিনা তো সেবা তোমায় খুব যতনে।


কি করি প্রভু ভেবে যে পাইনা
এই অধম কি করে পাবে তব চরন।
উপলব্ধি করিতে যে পারিনা তোমায়,
একবার যদি নাও তোমার লীলাক্ষেত্র বৃন্দাবন।


অনেক করেছি পাপ
করেছি কতো জীব হত্যা,
এইবার তবে করো ভক্তের দাসী
প্রসাদ পেতে বাঞ্চা যে অগত্যা।


অজ্ঞানীরা করবে হাসাহাসি
কতো করবে লড়াই।
তোমায় ভালোবেসেই যাবো
আমি কি তাদের ডরাই!!!