মা টা আজ বড্ড দুরে,
রয়েছি যে আমি অন্যের ঘরে।
যখন খুব অসুস্থ থাকি,
মা টাকে খুব প্রান থেকে ডাকি।


একদিন যদি না পায় আমার ফোন,
দুশ্চিন্তার কাটে তার সারাটিক্ষন।
এতটুকু আওয়াজ শুনলেই বোঝে,
মেয়েটি তার আছে অসুস্থতার মাঝে।


মা আজ ঘরে নেই যার,
সত্যিই অচল জীবনটি তার।
মনের গোপনীয় কিছু কথা,
মা ছাড়া বোঝে না কেউ সেই অন্তরের ব্যাথা।


একমাত্র মা'ই পারে সঠিক সিদ্ধান্ত দিতে,
যত সমস্যা আর জটিলতা আসুক জীবনের পরতে পরতে।
মা চায় তার সন্তানই হোক সেরা,
ধরনী মাঝে সে'ই হোক নামকরা।


মা না থাকলে জীবনে সর্বদা হতে হয় অবহেলিত,
বড় ছোট অনেকেই করে অপমানিত।
বিধাতা,কারো মাকে নিয়ো'না তুমি কেড়ে,
সব মা থাকুক তার সন্তানকে আগলে ধরে।


আমার আয়ু নিয়ে তুমি মাকে রেখো বাঁচিয়ে,
মা যে আমার একমাত্র সম্বল যায় না যেন হারিয়ে।
নিজে ধূলিস্যাৎ হয়ে  মা সন্তানকে সুখী করে,
কামনা করি সব মায়েরা যেন কোটি বছর বাঁচে এই ধরনী পরে।