পরিবর্তনই জগতের নিয়ম
অনিবার্য এক প্রথা,
পরিবর্তন আনে সৌন্দর্য
পরিবর্তনই নতুনত্বের স্বাদ পাওয়ার পন্থা।


ঋতুর পরিবর্তন হয় বলেই হরেক ঋতুর হরেক মজা
গ্রীষ্ম এলে গরমের প্রাদুর্ভাব, বর্ষায় চারিপাশ ভেজা,
শীতের দিনে হাঁড় কাঁপছে শীতে,হরেক রকম পিঠে
বসন্তে দেখি গাছেদের সাজসজ্জা।


নেতার পরিবর্তনে দেশ-সমাজে
কতো নতুন নিয়ম-নীতি,
যোগাযোগ ব্যবস্থা আর আগের মতো নেই
করছে সে নিজ নিয়মে দেশের উন্নতি।


গ্রাম্য মানুষ ছাড়ছে গ্রাম্যজীবন
আধুনিকতার পরশ পেয়ে মেতে উঠছে,
সামাজিক কিছু যোগাযোগ মাধ্যম ব্যবহারে
চলনবলন,সাজপোশাকে পরিবর্তন আনছে।


সময়ের সাথে সম্পর্কেও ঘটে বিশাল পরিবর্তন
আপন হয় পর, পর হয়ে যায় আপন,
দুদিন আগেও যার জন্য লড়াই ছিলো
সেই হয়েছে আজ দুঃখের প্রধান কারন।


যে পাল্টেছে নিজেকে তাকে তার মতোই দিন থাকতে
প্রয়োজনে নিজে পরিবর্তন হোন,
সব পরিবর্তনই আনবে সৌন্দর্য
বিপদে মানুষ চিনতে শিখুন।