বসন্তকে বরণের মালা পরিয়ে শীত নিলো বিদায়,
শীত বিদায়ে প্রকৃতি যেন ছেয়ে আছে বিষন্নতায়।

বিষন্ন চিত্তে তাই বার বার মেঘের আসা যাওয়া,
এই যেন নামবে ঝড় বার্তা দিচ্ছে আবহাওয়া।

গাছে গাছে নতুন প্রাণের সঞ্চার হতে দেখে,
বিষন্নতা ভুলে আনন্দ উৎসবে মাতলো প্রকৃতি এক পলকে।

হালকা হাওয়া বইছে গাছেরা তার তালে নাচছে,
মনটি তাদেরই মতো উল্লাসে হাওয়ায় যেন ভাসছে।

বাতাসে চিত্ত হরণ করা মনোরম সর্গীয় এক সুগন্ধ,
মন সদাই ছুটে ছুটে যায় আস্বাদিতে সে আনন্দ।

হাজারো চিন্তা আর বিষাদে ভারাক্রান্ত মন,
এই প্রকৃতি এক নিমিষে শান্ত করে অবসাদের কারন।

বিরাট অট্টালিকাতে যদি আটকে আসে দম,
প্রকৃতির খোলা হাওয়ায় আসে যেন সুস্থির মন।

প্রকৃতির এ রুপের মায়া বড়ই আশ্চর্যের ভান্ডার,
এই প্রকৃতিতেই আছে সমস্ত সৌন্দর্যের সমাহার।