আমি সাধারণ।
হ্যাঁ, সত্যি আমি খুব সাধারণ।
কথাটা হয়তো সবাই বলে যে, আমি সাধারণ। কিন্তু সবার বলা আর আমার বলাতে অনেকটাই তফাৎ। সবাই সাধারণের মধ্যেও অসাধারণ হয়।
আর আমি!সাধারণ শব্দটাকে ভেদ করে অনু সাধারণ।
কারো কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠার আজন্ম চেষ্টাতে আমি ব্যর্থ।
কারো প্রয়োজন হতেও ব্যর্থ,কোনো প্রতিভা দিয়ে লোকের মুখে মুখে হতেও ব্যর্থ।
চাকচিক্যময় শহরে সকলের সাথে মেলামেশাতে আমি সাধারন।
অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে জীবনধারা অত্যাধুনিক করতেও সাধারণের পাতায় আমার নাম।
প্রতিবাদের ভাষা না জানা এক অনন্য সাধারণ ব্যক্তিই আমি।
মনে শত শখ,আহ্লাদ গুপ্ত রেখে আত্মোৎসর্গ করা আমি।
পড়াশোনাতেও বাজিমাত করা সম্ভব হয় নি।
আমার মতো অনেককে নিয়ে যখন সবার মাতামাতি হয় আমাকে তখন সবাই এড়িয়ে যায়।
কারন আমার লেখা খুবই সাধারন মানের!
অন্যের যশ দিয়ে যখন নিজে পরিচিত হই তখন শুধু আমার আমিত্বকে জিজ্ঞেস করি আমি সত্যি অপদার্থ?
সাধারণের ভাগ্য কি শুধু সমবেদনার? শুধুই উপেক্ষার?
তবে চাই না এমন উপেক্ষা, চাই না সমবেদনা।
জীবনে মোড় ফিরবে এই আমার আত্মবিশ্বাস।
আমি বাঁঁচবো আমার সৃষ্টিতে, আমার সাধারণ মনোভাবে।