আমি তো হারায়ে গেছি হরিৎ এ অবনী পরে;
ধুসর ধুসর মাটি সবুজ সবুজ মাঠে,
রাশি রাশি জীমুত আর বাংলার কান্তারে;
হৃদয়ে মিশিয়া গেছে তটিনীর তটে তটে।
পল্লবে পল্লবে ছাওয়া আম্র শাখায় শাখায়,
নাচিছে দোয়েল শ্যামা,কাদিছে কিসের ব্যাথায়?
আমি তো মিশিয়া গেছি কান্নার সুরে সুরে,
কাদিয়া ফিরেছি সদাই বাংলার প্রান্তরে।
আমি তো হারায়ে গেছি স্বর্ণলতিকা বনে,
লোকগাঁথা,রূপকথা বহুল বাংলা গানে।
জারি,সারি,ভাটিয়ালি, পল্লীগীতির সুরে;
মিশিয়া গিয়াছি আমি বাংলার নদী নীরে।
মাঝিহীন নাওখানি ভাসিতে দেখিছ যদি;
ছেড়া ছেড়া সাদা পালে,
অকুল পাথারে আমি বয়ে গেছি নিরবধি;
হয়ত তলায়ে গেছি অথৈ পাথার তলে।
হয়ত, উঠান কোনে দেখিবে শালিক পাখি-
একপায়ে দাড়িয়ে করিতেছে ডাকাডাকি;
আখিদুটি জলে ভরা মায়া মুখ হাসিখুশী,
বলিছে সদাই ডাকি বাংলাকে ভালবাসি।
এ সবের মাঝে যদি খুজিয়া না পাও তবে-
ভাবিও হারায়ে গেছি মিশিয়াছি অনুভবে।