এটা আমার গল্প, আবার হাজারো ছাত্রের গল্প-
সময় টা খুব খারাপ যাচ্ছে,
মাথার উপর দারিদ্র্যতা আর দুশ্চিন্তা  এমন ভাবে ভর করেছে যে, উঠে দাঁড়ালে আগামী দিনগুলো বড্ড  ঝাপসা লাগে।
সময় চলেছে সময়ের নিয়মে,
সেই  সময়ের সাথে তাল মেলানো খুব কঠিন,
বাড়িতে বাবা, মা কোনরকমে দু বেলা দূমুঠো খেয়ে পার করে দিচ্ছে,
এখানে অসহায়ের মতো- টিউশনি আার লজিং  করে
সময় চলে যাচ্ছে, কিন্তু সুখী আমি নই।
দিনের প্রত্যেকটা মুহুর্তে টাকার চিন্তা করতে করতে
শরীর  আর মানসিক  দিক দিয়ে খুব হতাশ হয়ে পড়ছি।
বেশ কিছু দিন হলো মা চোখে ঝাপসা দেখছে,
বাবা অসুস্থ শরীর নিয়ে কাজ করতে পারেনা,
গত ২ তারিখ থেকে আমার ৪র্থ বর্ষের ফরম পূরন
শুরু হয়েছে,
টিউশনির টাকাগুলোও খুব সংকীর্ণ  আমার এত খরচের কাছে।
মাঝে মাঝে ছুটে যাচ্ছি খুলনা শহরের দোকানে দোকানে,
দাদা, একটা কাজ হবে?
কাকু, একটা কাজ হবে?
কিন্তু কোনো কাজ আমি পাইনি,
চেয়েছিলাম কেউ য়দি এমন একটা কাজ দেয়, যেখানে
অগ্রীম টাকা নিতে পারবো, আমার ফরম পূরণ টা তবে করতে পারতাম।
কিন্তু এই কংক্রিটের শহরের মানুষগুলো বোধ হয় আমার কষ্টগুলো বুঝতে পারেনা।
আমার এমন কেউ নেই যে আমাকে সাহায্য করবে।
আমার কাছে এখন আমিই আমার অবিভাবক।
কথাগুলো শুনতে খুব সাধারণ হলেও চোখের জল আমার অঝোরে ঝরছে।
রাতগুলো খুব কষ্টের এখন,
হে কংক্রিটের শহরের মানুষ, পারলে
আমাকে একটু সাহায্য করুন।।


০১৭০৬৬১৩৭৩৭