করতে হবে।
বলে রেখেছিলো অনেকে- সরে গেছে একে একে।
শুধু বললেই হবে না--
নামতে হবে বুক পর্যন্ত জলে , কাঁদায় ডোবাতে হবে শরীর
ডিঙোতে হবে প্রাচীর।
বলে তো রেখেছিলো অনেকে -
দূর থেকে,
ঝাপিয়েছিলো মাত্র ক-জন।
ক-জন  সুবিধেও নিয়েছিলো -
আজ পালানোর জায়গা ছোট হয়ে আসছে,
সবাই কে,  দাঁড়াতে হবে রাস্তায়।
কত যুগ ,কেমন ভাবে থমকে যায় !,
সাক্ষী প্রত্যেকটি ব্যাক্তি !!
অনেক বলেছে অনেক , আজকে পৃথিবী চায় --
হিসেব বলে রাখা  প্রত্যেকটি কথার।
এবার আসতে হবে , ধরতে হবে, সুবিধে নেই আর।।