কবি সুমিত্র দা , আমার আগের কবিতা ' আরো একটি বার" কে নতুন করে লিখতে
বলে , আমি তাঁর কথা মতো কবিতা টি কে আরো একবার নতুন কিছু সংযোজনে
লিখলাম। সুমিত্র দা কে অশেষ ধন্যবাদ।-----


উচ্ছসিত ডাক, ছুড়ে দু-হাত
মুখে হাসি ভীষণ,
" প্রসাদ নিয়ে যাও " বলে ছোট্ট মেয়েটি দাড়ায়
কালীপুজো র আয়োজন।
আমি হাটছিলাম সেই পথ ধরে, রোজ যেমন আসি -
মনের অবস্থা ,  যথেষ্ট ছিল না ভোলাতে সেই হাসি
বিরক্ত হলাম , না-না- সরে দারা সামনে থেকে,
ইচ্ছে করলো না তাকাতে মায়ের দিকে।
অল্প-একটু এগোতে , একটা ঝড় পেলাম মনে,
কে যেন চিৎকার করে উঠলো বাঁচবার জন্যে,-
কত বছর শুনিনি এমন উছ্বাসে ভরা ডাক,
মনে হলো সহস্র বছর, কত সহস্র রাত
জীবন দিয়েছে ডাক, ফিরলাম পুজোর আয়োজনে,
ছোট্ট দু-টো ছেলে প্রসাদ নিয়ে, মেয়েটি দাড়িয়ে কোনে,--
মাথা নিচু , আহত চোখে জল পরে,
আমাকে টেনে নিয়ে গেলো ওর পথ ধরে।
"এই নাও প্রসাদ" , বাচ্চা ছেলেটি , বলে
দেখালো প্রসাদ নেব কেমন করে।
মেয়েটি অনাবিল হেসে , তাকালো আমার দিকে
আমাকে আরো একটু সময়, বাঁচিয়ে দিতে,
হারিয়ে যাচ্ছিলাম নিজের কাছ থেকে,
জীবন-যুদ্ধে বড় কিছু কে ধরার লোভে।
ছোটো -ছোটো আনন্দ গুলো, স্বপ্ন গুলো আমাকে ঠেলে রেখে-
কত গভীরে যেন দিয়েছিলো চাপা।  নিদারুন ক্ষোভে।
আমি নিঃস্ব , বাচ্চা -গুলো র হাসি
পৌঁছবে,  সে পথ যে বন্ধ আমার,-
আজ , এও সঠিক জানি না - আমি কি ভালোবাসি
তবু মেয়ে-টি হাসি - ডাক, ঝংকার তুললো আবার,
বললো , বাঁচ , বাঁচা দরকার।
থির চোখে ,
বাচ্চা -গুলো কে আদর করে
আমি মা এর দিকে তাকালাম।  পরে
কি যেন এক নিয়ে ফিরলাম নিজের পথ ধরে । ।