রেখে যাবো চিহ্ন এ আমার অঙ্গিকার
দূর্যোগ  প্লাবনে করবো তরী পার।
আর নেই সময় ক্ষনিক প্রতিক্ষার -
সাজাবো পৃথিবী- এ আমার অধিকার।
নেই অপেক্ষা , রচিবো আমিই আমার পথ,
সেখানেই আমি- যেখানে দেখব ক্ষত।
আমার জন্য নাই বা এলো রথ ,
আমার পৃথিবী- এ আমার শপথ।


জন্ম দিয়েছে জীবন, দেয়নি তো অবসর--
পরিস্কার শুনেছি বলেছিলো " হাল ধর"।
পেয়েছিলাম খবর আরো--এ পৃথিবী নয় একা কারো,
যেই  নিয়েছে জন্ম দায়িত্ব   আছে তারও,
আজ  অন্যের দিকে চেয়ে থাকি,
অন্ধ-গর্ভে নিজেকে লুকিয়ে রাখি-
আমাকেও বেরোতে হবে,
দাড়াতে হবে রাস্তায়,
যেখানে হাজার চোখ একটি মানুষকে  চায়।


নিজের কাছে দিতে হবে জবাব,
নিস্তার নেই। হবে- না যাওয়া চুপ-চাপ।।


http://itidibyendu.blogspot.in/