ছোটোবেলা থেকেই বিদ্রোহ আমার রক্তে।


নাটক মহড়ায়, পাঠ নিতাম- সংস্কারের পথে।


ভালো লাগতো , মনে হত বদলে দিচ্ছি  সব,


এই বিশাল সংসার সেদিন সেই মুহুর্তে ছিল একান্ত আমার।


ছোটোবেলার সেই দিনগুলি ভেবে আজ হাসি পায় ,


কিছুদিন এই বুঝলাম আমরা কত অসহায়-


হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট ধরেছি যখন-


রান্নাঘরের ধোয়া হয়তবা প্রথম টের  পেলাম তখন।


তবু বাবা-কাকাদের যন্ত্রণা চোখে নিয়ে--


দাড়িয়েছি পতাকা হাথে প্রত্যেকটি  "১৫ই  অগস্ট।


আজকে যখন খুজি স্বাধীনতা - কাজে- কথায়  - সততায় -


সেই ছোটোবেলার ১৫ই আগস্ট মনে পরে যায়।


"চকোলেট" নিয়ে দাড়াতাম ছোট ছোট আমরা সার দিয়ে।।


কল্পনা র মোরকে লেখা কবিতা-গুলি আজ কোথায় মিলিয়ে গেছে,


তুমি কেবল পাবে "পোড়া- ছাই"  আজকের যৌবনের কাছে।


আমরা কি  তবে দি নাই রক্ত প্রশ্ন জাগে একটাই?


আরো একবার নেতাজি সুভাষ সত্যি কি আমরা চাই----?