জানিনা এর পরে আবার মিলবো কোথায়
কোনো এক সূর্যালোকে পাবো কিনা তোমায়,
আমিও কি চক্রাকারে করছি প্রদক্ষিণ -
পৃথিবীর মতো , চাঁদের মতো । তুমিও কি ছিলে
কোনও এক শুরুতে, দীর্ঘ অন্ধকার কাটিয়ে আবার উজ্জ্বল দিন।
নিশ্চিত ঘূর্ণনের পর ,   আবার কি তুলে নিলে
আমায় তোমার কাছে ,
তবে বৃথা নয় শরীর, বৃথা নয় মিলন, নিশ্চিত ভালোবাসা।
যেটুকু তোমার- প্রতি কোনায় সুপ্ত ঘোষণা শুধু তোমারি হতে,
আমার রক্ত ভাণ্ডারেও  আছে,  আবার করবো আমি ফিরে আসা-
আবার মেটাবো বাকি এমনি যাত্রা পথে পথে।
তবে বৃথা যায়নি  তোমাকে ছোঁয়া,
তোমার সাথেই হবে দেখা অন্য এক শরতে।
সূর্য নাও থাকতে পারে,   হতে পারে আকাশ কালো,
বৃষ্টি নাও থাকতে পারে ,  হয়তো তীব্র মনের আলো
বোঝাবে তুমি-ই সে । আমি তখনো তোমার
ইচ্ছেটা ছড়িয়ে থাকবে মহাশূন্যে কোথাও, সুপ্ত আর।।