মধ্য জীবনে বুঝেছি তোমায়
আমারএই দেহ যদি স্লথ হয়ে যায়।
চলিত জীবন, হয়ে একাকার-
তমাকে হেনেছি কত বারে-বার।
আজ গুন্-মার্জনে দিও ক্ষমা আর
নিও দোষ ভুলে নিজ বুক ব্যাথায়
আর যে পাবোনা আমি-
ক্ষুদ্র ভাঙা নাও সাগরে টানি।
সেই আজ ভালো জীর্ণ বিচারে -
দয়া দিয়ে নিও তোমার বক্ষ মাঝারে।।